‘অপারেশন কাবেরী’ : বায়ুসেনার বিমানে দ্বিতীয় পর্যায় দেশে ফিরছে ২৫০ ভারতীয়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন কাবেরী’ অভিযান শুরু করেছে মোদী সরকার। প্রথম দফায় নৌসেনার জাহাজ আইএনএস সুমেধার সাহায্যে উদ্ধার করা হয় ২৭৮ ভারতীয়কে। তাদের সুদান থেকে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে।
এবার দ্বিতীয় দফায় সুদান বন্দর থেকে ২৫০ জন ভারতীয়কে নিয়ে ভারতীয় বিমান বাহিনীর দুটি আইএ এফ সি-১৩০ জে (IAF C-130 J) হারকিউলিস বিমানে করে ফিরিয়ে আনা হচ্ছে।
#OperationKaveri | Two IAF C-130 J aircraft have evacuated more than 250 personnel from Port Sudan, says Indian Air Force. pic.twitter.com/aSvGHifGFd
— ANI (@ANI) April 26, 2023
সূত্রের খবর, সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছুঁতে চলেছে। এই পরিস্থিতিতে সুদান ছাড়তে চাইছেন বিদেশী থেকে শুরু করে সুদানের সাধারণ মানুষ।

