Monday, January 19, 2026
আন্তর্জাতিক

মহালয়ার রাতেই বাংলাদেশের একাধিক জায়গায় প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এ যেন বোধনের আগেই বিসর্জনের সুর। মহালয়ার রাতেই বাংলাদেশের একাধিক স্থানে প্রতিমা ভাঙচুর। মঙ্গলবার মহালয়ার রাতেই বাংলাদেশের নড়াইলে মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেবী দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার মহালয়ার রাতে নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, মঙ্গলবার মহালয়ার রাতে পাবনার সুজানগর উপজেলায় দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার পালপাড়া গ্রামের পালপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ৩২ এলাকার শ্রী শ্রী গোপিনাথ জিউর আখড়ায় বুধবার ভোরবেলায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশের রংপুর সদরে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

তথ্যসূত্র: কালবেলা , সময়ের কন্ঠস্বর , দৈনিক মোহনা , চ্যানেল আই , ডেইলি বাংলাদেশ