গর্বের মুহূর্ত, প্রাণের বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিলো কেন্দ্রীয় সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাণের বাংলা ভাষার মুকুটে নয়া পালক! এবার বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিলো কেন্দ্রীয় সরকার। তবে শুধু বাংলা নয়, মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া ভাষাকেও ধ্রুপদি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার মোদী মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষার সংরক্ষণ ও প্রসারে গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়াকে ধ্রুপদি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ֹ’
উল্লেখ্য, এতদিন ভারতে ছয়টি ধ্রুপদি ভাষা ছিল, তামিল, তেলেগু, সংস্কৃত, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১১।