SIR in West Bengal: DEO রিপোর্টের পরেই ২২০৮ থেকে মৃত ভোটার না থাকা বুথের সংখ্যা কমে দাঁড়ালো ৪০৮
কলকাতা ট্রিবিউন ডেস্ক: SIR প্রক্রিয়ায় প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল ২২০৮টি বুথে কোনও মৃত ভোটার নেই। তবে জেলা নির্বাচনী আধিকারিক বা DEO রিপোর্টের পরেই কমে তা মাত্র দাঁড়ালো ৪৮০ তে।
জানা গিয়েছিল, রাজ্যের মোট ২২০৮টি বুথে ১০০ শতাংশ জমা পড়েছে। অর্থাৎ ওই ২২০৮ বুথে গত ১ বছরে কেউ মারা যায়নি! এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। তলব করা হয় রিপোর্ট। এরপরেই ২২০৮ থেকে মৃত ভোটার না থাকা বুথের সংখ্যা কমে দাঁড়ালো ৪০৮।
কমিশন বলছে, এন্ট্রি বা ফর্ম বিতরণের সময়ে গরমিল থাকতে পারে; তাতেই সংখ্যায় তারতম্য হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক খুঁটিনাটি খতিয়ে দেখলে গরমিল ধরা পড়ে।
প্রথম যে রিপোর্ট পাঠানো হয়েছিল তাতে মৃত ভোটার না থাকা বুথের তালিকায় শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগণা। এবারের তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা।
নতুন তালিকা অনুযায়ী রায়দিঘিতে ৬৬টি, কুলপিতে ৫৮টি, মগরাহাটে ১৫টি এবং পাথরপ্রতিমায় ২০টি বুথে গত এক বছরে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি।


