Sunday, December 14, 2025
দেশ

বন্ধু মোদী-সহ সমস্ত ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধামে দীপাবলি পালিত হচ্ছে। দীপাবলিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত ভারতবাসীকে হিন্দিতে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (Naftali Bennett)।

হিন্দির পাশাপাশি এবং ইংরেজিতে টুইট করেছেন তিনি। টুইটে নাফতালি বেনেট লিখেছেন, ‘বন্ধু নরেন্দ্র মোদী ও ভারত সহ গোটা বিশ্বে থাকা ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানাই।’


উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয়দের হিন্দিতে টুইট করে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা।

টুইট করে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একটি ভিডিও বার্তার মাধ্যমে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।