Monday, July 22, 2024
দেশ

রেল নাকি বিমানের সিট, বোঝায় উপায় নেই, ভিস্তাডোম কোচ পুণে-মুম্বাই রুটে

মুম্বাই: পুণে-মুম্বাই রুটে স্পেশাল ভিস্তাডোম কোচ যুক্ত করল ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযুষ গোয়েল টুইট করে এই সুখবর দিয়েছেন। ডেকান এক্সপ্রেস স্পেশাল ট্রেনে যোগ করা হয়েছে এই বিলাসবহুল কোচ। রেল নাকি বিমানের সিট, আপনি ধরতেই পারবেন না।

আগামী ২৬ জুন থেকে স্পেশাল ভিস্তাডোম কোচ সম্বলিত এই ট্রেনের পরিষেবা শুরু হবে। বৃহস্পতিবার থেকে বুকিং করতে পারবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম মুম্বাই-পুণে রুটে ভিস্তাডোম কোচ যোগ করা হল। এর ফলে পশ্চিম ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ আরও উপভোগ্য হয়ে উঠবে।

রেলমন্ত্রী পীযুষ গোয়েল নতুন কোচের বিষয়ে টুইট করেন। ছবিসহ টুইট করেন তিনি-


এই রুটে অনেক সুন্দর দৃশ্য রয়েছে। নদী, ঝরনা, ভ্যালির বুক চিরে ট্রেন ছুটে যায়। ভিস্তাডোম কামরার বিশাল কাঁচের জানলা দিয়ে প্রকৃতির সেই সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। বর্তমানে মুম্বই-মাদগাঁও রুটে জন শতাব্দী স্পেশাল ট্রেনেও রয়েছে এই বিশেষ কোচ।

মুম্বাই-পুণে রুটের মধ্যে পশ্চিমঘাট পর্বতমালার মাথেরান হিল, সোনগির হিল, উলহাস নদী, উলহাস ভ্যালি এবং দক্ষিণ-পূর্ব ঘাট অংশে বেশ কিছু সুড়ঙ্গ পড়ে। আরামদায়ক এই কোচে বসে সেইসব মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন যাত্রীরা।