Wednesday, November 26, 2025
Latestরাজ্য​

৩৫০ কোটি টাকার বেশি নিয়োগ দুর্নীতি, শান্তনুর দুটি ফোন থেকে উদ্ধার প্রচুর নথি, আদালতে জানালো ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু বন্দোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। শান্তনুকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে। সোমবার শান্তনুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। শান্তনুকে ফের ১১ দিনের হেফাজতে চেয়েছে ইডি।

ইডির আইনজীবী আদালতে জানান, ‘দুর্নীতির টাকার অঙ্কটা ক্রমেই বেড়ে চলছে। বর্তমানে তা পৌঁছে গিয়েছে ৩৫০ কোটি টাকায়। টাকার অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার ছোট টিলা থেকে দুর্নীতি পৌঁছে গিয়েছে এভারেস্টের চূড়ায়।’

ইডির আইনজীবী আদালতে আরও জানান, ‘৬ লাখ টাকা বেতন পেতেন শান্তনু। ফ্যামিলি কোম্পানি গড়ে প্রতারণা করা হয়েছিল। ২ জন পিএসও পোস্ট করা হয়েছে ওনার বাড়িতে। ইডির অভিযানের সময় দুইজন সরকারি অফিসার ওনার বাড়িতে ছিলেন। তাঁরা কী করছিলেন? একজন এনআইএ বিচারকের বাড়ির সামনে একজন পিএসও থাকেন। সেখানে শান্তনুর বাড়িতে দুই জন পিএসও। এর থেকেই বোঝা যায় শান্তনু কতটা প্রভাবশালী।’

ইডির আইনজীবী আদালতে জানান, ‘শান্তনু দুটি আইফোন ব্যবহার করেন। সেগুলি থেকে প্রচুর নথি ও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। যাদের অ্যাডমিট কার্ড পাওয়া গেছে তারা চাকরি পেয়েছেন। বাকি ৩০০ জনের লিস্টের থেকে কারা কারা চাকরি পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ছবি- এশিয়ানেট