Journalist Attack in Bengal: ‘তৃণমূলের গুন্ডারাই বেলডাঙায় মহিলা সাংবাদিককে মেরেছে’, মালদার জনসভা থেকে তোপ মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেলডাঙার অশান্তি ও মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে সরাসরি শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহের সভা থেকে তিনি অভিযোগ করেন, ‘বাংলায় মেয়েদের কোনও সুরক্ষা নেই এবং তৃণমূলের গুণ্ডারাজেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।’
প্রধানমন্ত্রীর অভিযোগ, বেলডাঙায় এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে মারধর করা হয়েছে। তাঁর দাবি, “তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। বাংলায় মা-বোনেদের উপর অত্যাচার বাড়ছে, অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিজেপি ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।”
মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন মোদী। এসময় বেলডাঙার পরিস্থিতি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?”
বেলডাঙার অশান্তির পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে নিশানা করেন মোদী। তাঁর অভিযোগ, মালদা ও মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং তৃণমূল তাদের মদত দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “যেসব উন্নত দেশেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে, সেখানে ভারত কেন পারবে না? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
শাসক দলকে আক্রমণ করে মোদীর মন্তব্য, “তৃণমূলের এই অত্যাচার একদিন শেষ হবে। আপনারা ভোট দিলে বাংলায় বিজেপি সরকার আসবে। প্রতি কোণায় পদ্ম ফোটাতে হবে।”


