‘বাম–রামের চক্রান্তের বিরুদ্ধে ১৮ তারিখ ব্লকে ব্লকে ধর্না হবে’, ঘোষণা মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মেয়েদের ‘রাতের দখল’ কর্মসূচি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই কর্মসূচি অরাজনৈতিক হলে ভাল হতো। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম–রাম হাত মিলিয়ে বাংলার বদনাম করছে।
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘১৭ তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক, সব ওয়ার্ডে ২ টো থেকে ৪টে পর্যন্ত বাম–রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল ও আন্দোলন হবে। ১৮ তারিখ ব্লকে ব্লকে ধর্না হবে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সেই কর্মসূচি পরে জানিয়ে দেব।’