Sunday, September 15, 2024
রাজ্য​

‘আরজি কর কান্ড গোটা বাংলা তথা দেশ, মানবজাতির কাছে লজ্জার’, মন্তব্য রাজ্যপালের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার আরজি কর কান্ডে নিন্দা প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘আরজি কর হাসপাতালের ঘটনা ভয়াবহ। এই ঘটনায় আমাদের বিবেকে একটা ঝাঁকুনি লাগা উচিত। যেটা ঘটেছে সেটা গোটা বাংলার কাছে লজ্জার। দেশ তো বটেই, মানবজাতির কাছেও লজ্জার।’

সিভি আনন্দ বোস আরও বলেন, ‘আমাদের দায়িত্ব বাংলা তথা ভারতকে মহিলাদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তোলা। এটা আমাদের বড় দায়িত্ব। যদি এখন আমরা এই সুযোগ হারাই তাহলে ভবিষ্যতে আর সুযোগ নাও পেতে পারি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হয়ে কাজ করতে হবে। তা হলেই সাফল্য আসবে। স্বামী বিবেকানন্দ বলেছেন- ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। স্বামীজির এই স্থির সংকল্প নিয়ে নিশ্চিত করতে হবে, আমাদের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।’