Friday, April 19, 2024
রাজ্য​

নতুন বছরের শুভেচ্ছা জানান ‘শুভনন্দন’ বলে, নতুন শব্দের জন্ম দিলেন মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভা সম্পর্কে আমরা আগেই অবগত হয়েছি। রাজনীতির পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে গান, কবিতা, পিয়ানো বাজানো, প্রবন্ধ রচনা-সহ একাধিক বিষয়ে চর্চা করে থাকেন তিনি। কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্পও তাঁর মস্তিস্কপ্রসূত। এবার বাংলা ভাষার অভিধানে নতুন শব্দ যুক্ত করলেন তিনি।

বাংলায় নতুন শব্দ সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বলেন, ‘আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। আমরা কথাটা ব্যবহার করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন শব্দ তো আনতেই হবে। তাই শুভ কামনা ও অভিনন্দন মিলিয়ে শুভনন্দন কেন হতে পারে না? শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে। নান্দনিক বলতে পারেন।’

এদিকে, বাংলায় মমতার নতুন ভাষা সৃষ্টি প্রসঙ্গে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, “তিনি তো যা কথাই বলেন সবই উদ্ভট। লেখা যেমন উদ্ভট, তেমনই তাঁর বলা। কাজেই তিনি কী শব্দচয়ন করছেন সেটা নিতান্তই অপ্রাসঙ্গিক।”