আচমকা দোকানে ঢুকে খুন্তি হাতে আলু-বরবটির তরকারি রান্নায় হাত লাগালেন মুখ্যমন্ত্রী
বীরভূম: বুধবার দুপুরে আগাম কোনও ঘোষণা ছাড়াই বীরভূমের বল্লভপুরের আদিবাসী গ্রামে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাড়ি-বাড়ি গিয়ে স্থানীয়দের সমস্যা সম্পর্কে কথা বলেন তিনি। এক দোকানে ঢুকে দোকানদারকে প্রশ্ন করেন কি রান্না করছেন? প্রশ্ন উত্তরের অপেক্ষা না করেই রান্নার দিকে হাত বাড়িয়ে দেন তিনি। দোকানদারের হাতের খুন্তি নিয়ে আলু-বরবটির তরকারি রান্নায় হাত লাগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সেখানে চাও খান তিনি।
খুন্তি হাতে তরকারি আঁচে সেঁকতে সেঁকতেই মুখ্যমন্ত্রী দোকানদারকে জিজ্ঞেস করেন তিনি স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন কি না। জবাবে দোকানদার বলেন, এখনও বানানো হয়নি। মুখ্যমন্ত্রী তখন বলেন, দ্রুত বানিয়ে নেবেন। খুন্তি হাতেই সঙ্গে থাকা জেলার শীর্ষ কর্তাদের দিকে ঘাড় ঘুরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবস্থাপনার দিকটা দেখতে।
আগাম কোনও খবর ছাড়াই মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রামে পেয়ে আপ্লুত হয়ে পড়েন গ্রামবাসীরা। হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তাদের সমস্যা। কেউ বলেন পানীয় জলের সমস্যা, কেউ বলেন পুকুর না থাকার কথা। কেউ আবার গ্রামের ঘরের ঘরে বাথরুম না থাকার কথাও বলেন। সব অভিযোগ-সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে জেলার আধিকারিকদের সেগুলো দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
এদিন গ্রামে ঢোকার পথে এক মানসিক ভারসাম্যহীন যুবককে সাহায্যের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ওই যুবকের পরিবারকে সরকারের তরফে মাসিক হাজার টাকা প্রতিশ্রুতি দেন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

