Thursday, November 13, 2025
খেলা

ICC-র দশকের সেরা তালিকায় নেই কোনও পাকিস্তানি, রেগে লাল পাক ক্রিকেটাররা

ইসলামাবাদ: আইসিসির দশকের সেরা ওয়ান দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দশকের সেরা ওয়ানডে দলে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। তালিকায় রয়েছেন ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অল-রাউন্ডার হিসেবে সেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান, ইংল্যান্ডের বেন স্টোকস। পেস বিভাগে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তাৎপর্যপূর্ণ ভাবে আইসিসির দশকের সেরা তালিকায় নাম নেই পাকিস্তানের কোন ক্রিকেটারদের।

এতেই চটে লাল পাকিস্তানের ক্রিকেটাররা। বিশেষ করে টি-২০ দলে বাবর আজমের নাম না থাকায় আইসিসির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার, রশিদ লতিফের মতো প্রাক্তন তারকারা। তাদের দাবি, আইসিসি বিশ্ব একাদশ নয়, দশকের সেরা আইপিএল দল বেছে নিয়েছে।

আইসিসিকে কটাক্ষ করে লতিফের টুইট, আইসিসি টাইপ করার সময় ভুল করে ফেলেছে। দশকের সেরা আইপিএল দল লিখতে ভুলে গিয়েছে তারা। লতিফকে সমর্থন জানিয়েছেন শোয়েব আখতার।

আখতার ইউটিউব ভিডিওতে বলেন, আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে রাখেনি। যদিও তোমাদের (আইসিসির) টি-২০ দলে থাকার প্রয়োজন নেই আমাদের। তোমরা আইপিএলের দল ঘোষণা করেছো, বিশ্ব একাদশ নয়। কটাক্ষ করে বলেন, পাকিস্তান তাদের সদস্য এবং তারাও টি-২০ খেলে আইসিসি হয়তো ভুলে গিয়েছে। ওরা বাবর আজমকে দলে রাখেনি, যে কিনা টি-২০’র এক নম্বর ব্যাটসম্যান। বাবর টি-২০’র সেরা প্লেয়ার।

উল্লেখ্য, আইসিসির দশকের সেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়র্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।