বারাণসীতে প্রদীপ গুপ্তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে পালালেন সাকিব, ধর্মান্তকরণ ও খুনের হুমকি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসীর পিন্দ্রায় লাভ জিহাদ ও ধর্মান্তরকরণের ঘটনা। সাকিব নামে এক মুসলিম যুবক প্রদীপ গুপ্তের স্ত্রী ও ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। সাকিব হুমকি দিচ্ছে, প্রদীপ গুপ্তের স্ত্রী এবং সন্তানকে ইসলাম ধর্ম কবুল করাবে এবং প্রদীপ পুলিশের কাছে গেলে তাকে হত্যা করবে।
প্রদীপ গুপ্ত জানিয়েছেন, তিনি একটি ফার্নিচারের দোকানের মালিক। অভিযুক্ত সাকিব তার পরিচিত। তাকে দেখেই যে এমন কাজ হতে পারে তাতে সন্দেহ ছিল না। সে ছিল সহজ সরল ছেলের মতো। কিন্তু, চার দিন আগে হঠাৎ করেই প্রদীপ গুপ্তের স্ত্রী ও ছেলেকে নিয়ে পালিয়ে যায় সাকিব। প্রদীপ গুপ্তের তিন সন্তান। দুই মেয়ে আর এক ছেলে। তারা মেয়েদের বাড়িতে রেখে শুধু ছেলেকে নিয়ে যায়।
বিস্তারিত জানুন ভিডিওতে-
তথ্যসূত্র: Pyara Bharat