অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করলো কেরল বিধানসভা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করার উদ্যোগ নিয়েছে। এবার এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করলো কেরল বিধানসভা।
মঙ্গলবার কেরল বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্বয়ং এই প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন। বিধানসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর অভিন্ন দেওয়ানি বিধির বিপক্ষে প্রস্তাব পাশ করে কেরল বিধানসভা।
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি বা এক দেশ এক আইনে বলা হয়েছে গোটা দেশে একটাই আইন হবে। বর্তমানে দেশের মুসলিমরা শরিয়তি আইন মেনে চলেন। মোদী সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা।