Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

মন্দির ধ্বংস থেকে জোরপূর্বক ধর্মান্তকরণ, অত্যাচার সহ্য করেও কত হিন্দু রয়েছে পাকিস্তানে?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রায়শই পাকিস্তানে মন্দির ধ্বংস এবং জোরপূর্বক ধর্মান্তকরণের খবর পাওয়া যায়। অত্যাচারের পরেও মুসলিম অধ্যুষিত পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কত রয়েছে? পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ হিন্দু? 

গত কয়েক বছর ধরে বিশ্বের হিন্দু জনসংখ্যার উপর সমীক্ষা চালায় একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ৪৪.৭৪ লাখ হিন্দু ধর্মের মানুষ।

২০১৭ সালের করা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২২ কোটি। অর্থাৎ মোট নাগরিকের মাত্র ২ শতাংশ হিন্দু। ১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ১৫ শতাংশ। তবে কট্টরপন্থী মৌলবাদীদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা দ্রুত কমছে বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে সবচেয়ে বেশি হিন্দু বাস করেন সিন্ধু প্রদেশে। এখানকার হিন্দু জনসংখ্যা ৪১.৭৬ লাখ। সিন্ধুর উমেরকোট জেলায় হিন্দু বাসিন্দার সংখ্যা ৫২ শতাংশ। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে ২ লাখের সামান্য বেশি হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন। বালুচিস্তানে রয়েছে প্রায় ৫০ হাজার। শতাংশের হিসেবে সিন্ধুতে ৮, পাঞ্জাবে ০.২ ও বালুচিস্তানে ০.৪ শতাংশ হিন্দু বাস করেন।

এদিকে, দেশভাগের সময় বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ছিল ২৮-৩০ শতাংশ। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৯ শতাংশে। বর্তমানে দেড় কোটি হিন্দু বাস করেন বাংলাদেশে।