দশেরার মেলায় মুসলিম ব্যবসায়ীদের পণ্য বয়কটের ডাক হিন্দুত্ববাদী সংগঠনের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চারিদিকে উৎসবের আমেজ। উৎসবের মরসুমে সারি সারি দোকান দিয়ে বসেছেন দোকানিরা। তবে অভিযোগ দোকানিদের স্টলগুলিকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করা হচ্ছে। এমনটাই দেখা গেছে কর্ণাটকে।
অভিযোগ, কর্ণাটকের মেঙ্গালুরুর একটি হিন্দুত্ববাদী ব্যবসায়ী সংগঠন সনাতন হিন্দু ট্রেডার্স অ্যাসোসিয়েশন মুসলিম দোকানিদের পণ্য বয়কটের ডাক দিয়েছে। হিন্দু দোকানিদের স্টলগুলো চিহ্নিত করতে দোকানের মাথায় গেরুয়া রঙের পতাকা টাঙানো হয়েছে। এর ফলে সহজেই বোঝা যাচ্ছে দোকানটি একজন হিন্দুর। সংগঠনটির ডাকে মানুষ সাড়া দিলে মুসলিম ব্যবসায়ীরা বড়সড় লোকসানের মুখোমুখি হবেন বলেই মনে করা হচ্ছে।
স্বভাবতই এই ঘটনায় বিতর্ক ছড়িয়েছে। এ প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদের স্থানীয় নেতা শরন পাম্পয়েল বলেন, ‘আমরা কোনও ধর্মের বিরোধিতা করছি না। তবে মন্দির পরিচালন বিধিতেই রয়েছে মঙ্গলাদেবী মন্দির চত্ত্বরে শুধু হিন্দুদের প্রবেশাধিকার আছে। তাহলে মুসলিম দোকানিরা কিভাবে দোকান দিতে পারেন?’
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়েছে। ১০ দিন ধরে মেলা চলবে। – টেলিগ্রাফ