Tuesday, November 11, 2025
Latestদেশ

ইসলামপুরের নাম এখন ঈশ্বরপুর, বড় সিদ্ধান্ত ফড়নবিশ সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনেক দিন ধরেই মহারাষ্ট্রের সাংলি জেলার ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখার দাবি উঠে আসছিল। এই দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা গোপীচাঁদ পাদালকরও। অবশেষে আনুষ্ঠানিক ভাবে নাম বদল করা হলো।

বিজেপি নেতা ও মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলের দেওয়া তথ্য অনুসারে, ইসলামপুর শহরের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই শহরটি ইসলামপুর নামে পরিচিত হবে না বরং ঈশ্বরপুর নামে পরিচিত হবে। মহারাষ্ট্রের মহাযুতি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শহরের নাম বদলের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ধন্যবাদ জানান চন্দ্রশেখর বাওয়ানকুলে। ইসলামপুর পৌরসভার জনগণ দীর্ঘদিন ধরেই নাম বদলের দাবি জানাচ্ছিল। তাদের মতামত ছিল যে, ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা উচিত। সেই দাবিকে মান্যতা দিয়ে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হয়েছে।

গোপীচাঁদ পাদালকর বিধানসভায় ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখার দাবি জানিয়েছিলেন। পরবর্তীকালে, মহারাষ্ট্র সরকার এই শহরের নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে একটি প্রস্তাব পাঠিয়েছিল। বাওয়ানকুলে জানান, প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এজন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।