Wednesday, November 19, 2025
Latestরাজ্য​

‘একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ফেলে দেব’, হুঙ্কার মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জোড়াসাঁকোর সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার SIR নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নে তুললেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপির সরকার ফেলে দেব। দেশের মানুষকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।”

“ইতিহাস পাতিহাঁস হবে কুর্সিবাবুর”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০০১ সালে নির্বাচনের পর শেষবার এসআইআর হয়েছিল। ২০০২-০৩ সালে কোনও ভোট হয়নি, ২০০৪ সালে নির্বাচন হয়। দুই-আড়াই বছর ধরে কাজ চলেছিল। তাহলে এখন হঠাৎ এত তাড়া কেন? মোদীবাবু আর অমিত শা-কে খুশি করার জন্য কুর্সিবাবুর এই ঘোষণা। ইতিহাস গড়তে গিয়ে উনি ইতিহাসের পাতিহাঁস হবেন।”

তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একটিও যোগ্য নাম বাদ যাবে না। বাংলার মানুষের অধিকারে কেউ হস্তক্ষেপ করলে তৃণমূল মাঠে নামবে, আর কেন্দ্রের সরকারও টিকবে না।”

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলায় ভোটার তালিকা থেকে দু’কোটি মানুষের নাম বাদ দেওয়ার ছক কষছে। তাঁর দাবি, “এসআইআরের নামে বিজেপি ভোটারদের নাম মুছে বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এসব চক্রান্ত বুঝে ফেলেছে। এবার ওদের নিজেদের ভোটও আমাদের দিকে চলে আসবে। কারণ ওরা যেভাবে মানুষের ভিটেমাটি কেড়ে নিতে চাইছে, তাতে ওদের ঘরেই বিদ্রোহ শুরু হয়েছে।”

ব্যক্তিগত তথ্য ফাঁস না করার পরামর্শ

সভা থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকেও সতর্ক করেন। তিনি বলেন, “সবাইকে ব্যক্তিগত তথ্য দেবেন না। কেবল বিশ্বস্ত লোককেই দেবেন। রাজ্য সরকার প্রতিটি এলাকায় হেল্প ডেস্ক চালু করেছে — কোনও অসুবিধা হলে সেখানে যান, তৃণমূল সরকার পাশে আছে।”

স্বাধীনতার ইতিহাস জানে না বিজেপি”

বিজেপিকে ইতিহাসবিমুখ দল আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বাধীনতার আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? তখন তো ওদের জন্মই হয়নি! তাই দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে ওরা কিছু জানে না। আজকের বিজেপি হল জনগণের টাকার সবচেয়ে বড় লুঠেরা জোতদার।”