Wednesday, October 9, 2024
দেশ

মোদীর খাসতালুকে পুরসভা উপনির্বাচনে বিরাট জয় পেল বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত রবিবার গুজরাট নগরপালিকা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার ফলপ্রকাশ হয়েছে। সেখানে বিজেপির জয়জয়কার। ৩০ টি আসনের মধ্যে ২১টি আসন পেয়েছে বিজেপি। 

জানা গেছে, মোট ২৯টি পুরসভা ও কর্পোরেশনের উপনির্বাচনে বিরাট জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৯টি আসনে জিতেছে। কার্যত মোদীর খাসতালুকে খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস।

সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপির রাজেশভাই রানা বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন।

কংগ্রেসের ৩টি আসনে জমানত বাজেয়াপ্ত হয়েছে। ৫টি আসনে একটি অবস্থা আপ আদমি পার্টিও। সুরাট, রাজপিপলা, গোধরা, পোরবন্দর, ধাংগাধারা সহ একাধিক জায়গায় বিপুল জয় পেয়েছে বিজেপি।

বিরাট জয় প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি রজনী পটেল জানিয়েছেন, ‘গুজরাটের মানুষ ফের বিজেপির প্রতি আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে যাচ্ছে।’