PM Modi at Malda: ‘দেশের জেন-জি’র ভরসা বিজেপি,’ মালদা থেকে দাবি মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মালদা জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, ভারতের জেন-জি বিজেপির উন্নয়নে বিশ্বাস করেন। মুম্বাইয়ের পুরসভা নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের কথা উল্লেখ করে মোদী বলেন, বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি রেকর্ড জয়লাভ করেছে। বাংলার ভোটাররাও এবার বিজেপিকে বেছে নেবেন।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বিজেপিকেই ভরসা করছেন এবং পশ্চিমবঙ্গেও পরিবর্তনের হাওয়া বইছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, “তৃণমূলের লোকেরা বাংলার মানুষের শত্রু। সাধারণ মানুষের কথা ভাবার কোনও মানসিকতা তাদের নেই।”
মোদী বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের প্রায় সব রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে তা বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। তাঁর কথায়, “এতটা নির্মম সরকার বাংলায় আগে দেখা যায়নি। এই সরকারের বিদায় হওয়াই রাজ্যের উন্নয়নের জন্য জরুরি।” বিজেপি সরকার এলেই বাংলার মানুষ এগিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।
রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়েও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলায় কারখানা নেই, ফলে যুবকদের কাজের খোঁজে ভিনরাজ্যে যেতে হচ্ছে। মালদার আম শিল্প নিয়েও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি। পাশাপাশি গঙ্গা ভাঙনে বহু মানুষের ঘরবাড়ি ভেসে গেলেও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তোলেন মোদী। তাঁর দাবি, ‘কেন্দ্র সরকার ক্ষতিপূরণের টাকা পাঠালেও তৃণমূলের লোকজন সেই টাকা লুট করেছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়ন বিজেপির মূল লক্ষ্য।’ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, ‘রাজ্য বহু নতুন ট্রেন পেয়েছে, যার মধ্যে রয়েছে ‘মেড ইন ইন্ডিয়া’ বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের একটি স্টেশন মালদহে থাকায় এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে দাবি করেন তিনি। “আমি চাই বাংলার প্রত্যেক মানুষের নিজের বাড়ি থাকুক,” বলেন মোদী।
অনুপ্রবেশ প্রসঙ্গেও রাজ্য সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তৃণমূল নেতারা অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে রেখেছেন। তিনি বলেন, “অনুপ্রবেশের ফলে অপরাধ ও হিংসা বাড়ছে, বহু জায়গায় ডেমোগ্রাফি বদলে যাচ্ছে।” বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
মতুয়া সম্প্রদায় ও অন্যান্য শরণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সিএএ-এর মাধ্যমে শরণার্থীদের পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সভা থেকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যও তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, পূর্ব ভারতের উন্নয়ন ছাড়া সেই লক্ষ্য পূরণ সম্ভব নয়। ওড়িশা, বিহার, অসম ও ত্রিপুরায় বিজেপি বা এনডিএ সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলার চারপাশেই বিজেপির নেতৃত্বাধীন সরকার রয়েছে। এবার বাংলাতেও সুশাসন প্রয়োজন।’ “মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও উন্নয়নের ধারা বইবে। পরিবর্তন দরকার, তাই বিজেপি সরকার চাই,”—এই বার্তা দেন প্রধানমন্ত্রী।


