Friday, March 29, 2024
দেশ

এবার ইতিহাসের নয়া সিলেবাসে গুরুত্ব পেতে চলেছে ভারতীয় সংস্কৃতি-দর্শন, চোল, পাল, চালুক্য, ভারতের স্বাধীনতা সংগ্রাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস বই থেকে বাদ মুঘল সম্রাটদের ইতিহাস। যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিরোধীরা তীব্র সমালোচনা করেছে মোদী সরকারের। এরমধ্যেই নয়া তথ্য সামনে এলো।

জানা গেছে, ২০২৪ সাল থেকেই ইতিহাস বইতে জায়গা পেতে চলেছে ভারতীয় জীবন, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, নবম থেকে দ্বাদশ শতাব্দীর প্রধান রাজনৈতিক শক্তিগুলির সংক্ষিপ্ত ইতিহাস। জোর দেওয়া হচ্ছে চোল,পাল, প্রতিহার, চালুক্যের মতো উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন বংশের উপরেও।

থাকবে ইউরোপের নবজাগরণ, ফরাসি বিপ্লব, ভারতের স্বাধীনতা সংগ্রাম। রাষ্ট্রবিজ্ঞানের বইতে গণতন্ত্র বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম শ্রেণিতে থাকতে ভারতের সংবিধান, দেশের বিভিন্ন সাংবিধানিক সংস্থার কার্যাবলি।

থাকছে গ্রিক, মগধের মতো বড় সাম্রাজ্যের উত্থান, ভারত ও বিশ্বের বিভিন্ন দর্শন ও দার্শনিকদের কথা। মধ্যযুগে ভারত ও বিশ্বে বিভিন্ন ধর্মীয় সংস্কার আন্দোলন, ঔপনিবেশিক শক্তির উত্থান ও তাদের নীতি।

জানা গেছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (এনসিএফ) ২০২৩ সালের খসড়ায় এমনই সুপারিশ করেছে।  ইসরোর প্রাক্তন প্রধান কস্তুরিরঙ্গণের নেতৃত্বাধীন ন্যাশনাল স্টিয়ারিং কমিটি ওই খসড়া রিপোর্ট কেন্দ্রের হাতে তুলে দিয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, এই খসড়া চূড়ান্ত করা হতে পারে। তার সেটা হলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া পাঠক্রম চালু হবে।