Friday, April 19, 2024
রাজ্য​

মালদায় বন্যাত্রাণের ৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ক্যাগকে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের দুর্নীতির অভিযোগ। মালদায় বন্যাত্রাণের ৫৮ কোটি টাকা কারচুপির অভিযোগ। এই ঘটনার তদন্তভার ক্যাগ (CAG)-কে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
বন্যাত্রাণের টাকা কোথায় কত খরচ হল, তদন্ত করে দেখবে ক্যাগ। ৮ সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বন্যায় মালদার ১০২টি অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্তদের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু ক্ষতিগ্রস্তদের সাহায্য না করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ, ক্ষতিগ্রস্তদের কাছে আর্থিক অনুদান পৌঁছায়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। মামলার রায়ে মঙ্গলবার ক্যাগকে তদন্তভারের নির্দেশ দিল আদালত।