Saturday, April 20, 2024
খেলা

ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হলো অ্যাডিডাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হলো অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাডিডাস। উল্লেখ্য, বর্তমান কিট স্পনসর কিলার জিনসের সঙ্গে ৩১ মে চুক্তি শেষ হচ্ছে।

তবে অ্যাডিডাসের সঙ্গে কত টাকার বিনিময়ে এবং কতদিনের জন্য এই চুক্তি হয়েছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, চুক্তির হয়েছে ৩৫০ কোটি টাকার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইটে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।’


এদিকে, মূল মূল স্পনসর খুঁজছে বিসিসিআই। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসর বাইজুস। তবে বাইজুস চুক্তিতে ইতি টানতে চাইছে বলে খবর।