Friday, April 26, 2024
দেশ

চলতি বছরেই রাম মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে, পুজো দিতে পারবেন ভক্তরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি বছরেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। জানা গেছে, চলতি বছরেই রাম মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে ৩০ ডিসেম্বর মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা।

রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ মিশ্র জানিয়েছেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অযোধ্যায় রামমন্দিরের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। ৩০ ডিসেম্বর মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা।’


নৃপেন্দ্রনাথ মিশ্র আরো জানান, ‘২০২৪ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে রাম মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলার কাজ শেষ হয়ে যাবে।’