পুজোর আগে একের পর এক প্রতিমা ভাঙচুর বাংলাদেশে, ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উৎসবের মরশুমেও বাংলাদেশে অশান্তি অব্যাহত। একের পর এক মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর সামনে এসেছে। ভারতের তরফে বলা হয়েছে, বাংলাদেশে দুর্গাপুজো প্যান্ডেলগুলিতে হামলার ঘটনা “অনাকাঙ্ক্ষিত”। পাশাপাশি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিলো ভারত।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা একাধিকবার বার্তা দিয়েছি। আমাদের প্রত্যাশা, যেকোনও পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ভালো হবে না। পুজো সকলের জন্য শুভ হোক।”