‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে’, মন্তব্য মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি তুলে ধরছে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঝাড়খণ্ডে এক জনসভায় বলেন, ‘ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে।’
মোদী বলেন, “জনবিন্যাসে বিপুল পরিবর্তন হচ্ছে। আদিবাসী আর হিন্দু জনসংখ্যা কমেছ। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে।”
উল্লেখ্য, এর আগে অনুপ্রবেশকারী ইস্যুতে সোচ্চার হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারা। রীতিমতো অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে করে বঙ্গোপসাগরে নিক্ষেপ’ করা হবে।’