Sunday, October 13, 2024
আন্তর্জাতিক

এবার বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু বাড়িতে হামলা, প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘুরা। এবার ঝালকাঠি সদরের চর কুতুবনগর গ্রামের পাল বাড়ির মন্দিরের প্রতিমা ও মৃৎশিল্পের জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাসুম খাঁ-কে(৩৫) পুলিশ আটক করেছে। ধৃত মাসুমকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে তার পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবারপ্রধান ধীরেন পাল (৫৫) বলেন, ‘শনিবার ভোরে অস্ত্র নিয়ে মাসুম প্রথমে ঘরের দরজায় আঘাত করে। পরে মনসা মন্দিরে হামলা করে তিনটি প্রতিমা ভাঙচুর করে। এছাড়াও বাড়িতে তৈরি মাটির চারি (বড় পাত্র) সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে পালিয়ে যায়।’

ধীরেন পালের স্ত্রী গীতা রানী পাল (৫০) বলেন, ‘আমাদের জাগ্রত মন্দির। আমিই রোজ মায়ের পুজো করি। আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে মাসুম।’

এদিকে, মাসুমের চাচা হাতেম খাঁ বলেন, ‘মাসুম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যেইে তাকে বাড়িতে বেঁধে রাখা হয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃত যুবক মানসিক ভারসম্যহীন কিনা, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সময় টিভি