প্রবল জলস্রোত সামলে অক্ষত পঞ্চবক্ত মন্দির, দেখুন ভিডিওতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। বহু মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু সেতু ও বাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে জল সরে যাওয়ার পরেও এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। এর মাঝে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছেন মান্ডি সহ গোটা দেশবাসী।
ভিডিওতে দেখুন পঞ্চবক্ত মন্দির-
Panchvaktra Shiv Temple in Mandi, Himachal Pradesh.
At least 13 landslides & 9 flash floods reported in last 36 hours. pic.twitter.com/Dfr7Yg6BXz
— Anshul Saxena (@AskAnshul) July 10, 2023
প্রাচীন পঞ্চবক্ত মন্দিরের (Panchvaktra temple) উপর দিয়ে প্রবল জলস্রোত বয়ে গেলেও কোনও ক্ষতিই হয়নি এই মন্দিরের। জল সরে যাওয়ার পরে ফের একই অবস্থায় দেখা গেছে এই মন্দিরকে। ভয়াবহ বন্যার তাণ্ডবে সবকিছু লন্ডভণ্ড হয়ে গেলেও কিছুই হয়নি এই মন্দিরের।