ঘৃণাভাষণের জন্য সমাজবাদী পার্টির নেতা আজম খানের ২ বছরের জেল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরও বিপাকে সমাজবাদী পার্টির নেতা আজম খান। জেল খাটায় সাংসদ পদ আগেই খারিজ হয়েছে আজম খানের। এবার আরও মামলায় ঘৃণাভাষণ ও বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ২ বছর জেলের শাস্তি হল আজম খানের।
Azam Khan gets two-year jail in another case of hate speechhttps://t.co/4U2yWaCSGj
(FILE PHOTO) pic.twitter.com/fX3p3s3CkF
— Press Trust of India (@PTI_News) July 15, 2023
২০১৯ সালের লোকসভা ভোটে রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে দাঁড়িছিলেন আজম খান। ওই বছরেরই ৮ এপ্রিল ধামোরা এলাকায় নির্বাচনী প্রচারে তিনি প্ররোচণা এবং বিদ্বেষমূলক বক্তৃতা দেন বলে অভিযোগ। সেই অপরাধেই রামপুরের সাংসদ-বিধায়ক ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোভিত বনশল ২ বছরের সাজার পাশাপাশি ২৫০০ টাকা জরিমানা করেছেন আজম খানকে।