Thursday, September 19, 2024
দেশ

জ্ঞানবাপী মসজিদের সার্ভে সংক্রান্ত মামলার শুনানি শেষ, ৩ আগস্ট রায় ঘোষণা করা হবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা (Gyanvapi Mosque Survey) সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো। আগামী ৩ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) এই মামলার রায় ঘোষণা করবে। 

অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটির তরফে বুধবার ইলাহাবাদ হাইকোর্টে বলা হয়েছে, ‘বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধ ভেঙে পড়তে পারে।’

যদিও এই আশঙ্কার প্রেক্ষিতে হাইকোর্ট সাফ বলেছে, ‘‘আপনারা যদি এএসআইয়ের বিশেষজ্ঞদের আশ্বাসেও আস্থা রাখতে না পারেন, তাহলে কিছুই বলার নেই।’’

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে এএসআই সাফ জানিয়েছে, ‘কোনও খনন না করা হবে না। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের সাহায্যে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এতে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’ এখন হাইকোর্ট কি রায় দেয় সেটাই দেখার।