বাংলাদেশের মোট জনসংখ্যার ৯১ শতাংশ মুসলিম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে মুসলিম জনসংখ্যা কত? চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
সর্বশেষ ২০২২ সালে হওয়া আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ১৫ কোটি ৪৫ লাখ, অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ৯১ শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন ১ কোটি ৫২ লাখ অর্থাৎ মোট জনসংখ্যার ৮.৯৫ শতাংশ।
উল্লেখ্য, এই মুহূর্তে মুসলিম জনসংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। সেখানে ২৩ কোটি ১০ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। পাকিস্তানে ২১ কোটি ২৩ লাখ। এরপরেই রয়েছে ভারত। ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯ কোটি ৭ লাখ।