Saturday, June 29, 2024
রাজ্য​

CAA এর অধীনে বাংলায় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের প্রক্রিয়া শুরু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সপ্তম দফার লোকসভা ভোটগ্রহণের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। CAA এর অধীনে পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরাখণ্ড এবং হরিয়ানাতেও শংসাপত্র প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী নিয়ম ০২৪ এর আওতায় পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার প্রথম দফার আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করেছে পশ্চিমবঙ্গের এমপাওয়ার্ড কমিটি। পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও বুধবার থেকে প্রথম দফার আবেদনপত্রগুলির ভিত্তিতে নাগরিকত্ব প্রদান শুরু করেছে এমপাওয়ার্ড কমিটি।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা দিল্লিতে ১৪ জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছিলেন। চতুর্থ দফা ভোটের পরে গত ১৫ মে ৩০০ জন আবেদনকারীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।