Friday, November 14, 2025
আন্তর্জাতিক

অমানবিক! উইঘুর মুসলিমদের ঈদের নামাজ পড়তে দিলো না চিন সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চিনের বিরুদ্ধে বারবার উইঘুর মুসলিমদের উপর দমনপীড়নের অভিযোগ উঠেছে। এর আগে উইঘুরদের রমজানের রোজা রাখাতেও বাধা দেওয়া হয়েছিল। তারা যেন রোজা রাখতে না পারেন সেজন্য চালানো হয়েছিল নজরদারিও। এবার অভিযোগ, উইঘুর মুসলিমদের পবিত্র ঈদ-উল-ফিতরে (Eid al-Fitr) মসজিদে বা বাড়িতে নামাজ পড়তে দেওয়া হয়নি।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা জানিয়েছেন, ঈদ-উল-ফিতরের সময় উইঘুর মুসলিমদের মসজিদে গিয়ে বা বাড়িতে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল চিন সরকার। যার ফলে ইচ্ছা থাকলেও রমজানের পরে ঈদ-উল-ফিতরের নামাজ পড়তে পারেননি উইঘুর মুসলিমরা। অভিযোগ, এই নিয়ে প্রতিবাদ করায় তাদের উপর অত্যাচারও করা হয়।