Monday, December 15, 2025
দেশ

বড়সড় সিদ্ধান্ত, ৮ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ব্যাপক রদবদল। রদবদল বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু হল। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়ারচাঁদ গেহলটকে (Thaawarchand Gehlot) মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্ণাটকের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা-সহ ৮ রাজ্যের রাজ্যপাল বদল করা হল।

জানা গিয়েছে, কর্ণাটক, ত্রিপুরা, গোয়া, ঝাড়খণ্ড,  হরিয়ানা, মিজোরাম, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে নতুন রাজ্যপাল নিয়োগ করা হবে। মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হয়েছে। হিমাচলপ্রদেশের রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়কে হরিয়ানার নতুন রাজ্য়পাল হিসেবে নিয়োগ করা হয়েছে। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।

গোয়ার বিজেপি নেতা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেককে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। মধ্যপ্রদেশের রাজ্যপাল হচ্ছেন মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল।  অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ও বিশাখাপত্তনমের বিজেপি সাংসদ হরিবাবু কামভাপতিকে মিজোরামের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ বইসকে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।

এদিকে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে হতে চলছে। শোনা যাচ্ছে, অন্তত ২০ জন নতুন মন্ত্রী জায়গা পেতে চলেছেন মোদীর মন্ত্রিসভায়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।