বাড়িতেও মাস্ক পরে থাকুন, কাউকে আমন্ত্রণ জানাবেন না, আর্জি কেন্দ্রের
নয়াদিল্লি: করোনার প্রথম ধাক্কা সামলাতে রীতিমতো ব্যর্থ হয়েছিল পৃথিবীর উন্নত দেশগুলি। সেই তুলনায় ভারতে মোটামুটি আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল! কিন্তু, দ্বিতীয় ধাক্কায় পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে সরকার। প্রায় প্রতিদিনই এখন তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। রোজ মারা যাচ্ছেন হাজার দুয়েকের উপরে মানুষ।
করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় এবার বাড়িতেও মাস্ক পরার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলার আর্জি জানানো হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, অকারণে-গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে, তাতে লাভের থেকে আখেরে বেশি ক্ষতি হচ্ছে।
শীর্ষ আধিকারিকদের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, অনেকেই স্রেফ আতঙ্কেই হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন। যাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। তাই শুধুমাত্র চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হবেন।
কেন্দ্র আরও জানিয়েছে, দেশে পর্যাপ্ত অক্সিজেন আছে। কিন্তু অক্সিজেনপরিবহনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সেইসব সমস্যা মিটিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন পাঠানো হচ্ছে। হাসপাতালগুলিকেও যথাযথ ভাবে অক্সিজেনের ব্যবহার এবং লিক বন্ধ করতে হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

