ভারতকে প্রতিদিন ৪০ মেট্রিক টন অক্সিজেন পাঠাবে ভুটান
থিম্পু: করোনার সেকেন্ড ওয়েভে ভারতের অবস্থা শোচনীয়। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই বহু করোনা রোগী মারা গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পড়শি দেশ ভুটান।
‘ড্রাগনভূমি’ ভুটান বিজ্ঞপ্তিতে বলেছে, সংকটকালে ভারতে রোজ ৪০ মেট্রিক টন করে অক্সিজেন পাঠাবে তাঁরা। অক্সিজেন পাঠাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের অসম রাজ্যের সীমান্ত এলাকার এই ভুটানি জেলা অক্সিজেন ভর্তি ট্যাংকার আসবে ভারতে।
সামদ্রুপজংখার জেলার মটঙ্গা শিল্প এলাকা থেকে অক্সিজেন ভারতে পৌঁছবে। ইতিমধ্যে ভারতে অক্সিজেন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, ভুটান সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতিতে সর্বতভাবে ভারতের পাশে রয়েছে তাঁরা।
ভারত-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একত্রে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে ভুটান। করোনাকে হারানোর পাশাপাশি অমূল্য জীবন রক্ষায় সবসময় ভারতের পাশেই রয়েছে ভুটান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

