ফের করোনা মোকাবিলায় ১ কোটি টাকা দান করলেন অক্ষয়
মুম্বাইঃ এর আগেও দেশের সংকটকালীন পরিস্থিতিতে তিনি এগিয়ে এসেছেন। বন্যা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা পরিস্থিতিতে পিএম কেয়ার্স ফান্ডে তিনি ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। এরপর কলাকুশলীদের সাহায্য করা থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি অনুদান দিয়েছেন। করোনার সেকেন্ড ওয়েভে রীতিমতো বিপর্যস্ত গোটা ভারত। তাই ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। করোনা ত্রাণের জন্য গঠিত বিজেপি নেতা গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে (Gautam Gambhir’s foundation) এক কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি।
টুইটে এই খবর জানিয়ে গৌতম গম্ভীর লিখেছেন, এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে এক কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার। অভিনেতাকে ধন্যবাদ জানাই৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।
গম্ভীরের টুইটের জবাবে অক্ষয় লিখেছেন, গৌতম গম্ভীর, এটা সত্যিই খুব কঠিন সময় ৷ আমি সাহায্য করতে পেরে আনন্দিত। আশা করছি খুব শ্রীঘ্রই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব। নিরাপদে থেকো।
উল্লেখ্য, অক্ষয় তাঁর আপকামিং ফিল্ম ‘রাম সেতু’র শ্যুটিংয়ের সময়েই চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ডাক্তারদের পরামর্শে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। গত ১২ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

