‘মাতৃত্বকালীনের মতো এবার পুরুষরাও ৭৩০ দিন পিতৃত্বকালীন সবেতন ছুটি পাবেন’, রাজ্য সরকারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঐতিহাসিক রায় দিলো কলকাতা হাইকোর্ট। নারীদের মাতৃত্বকালীনের মতো এবার পুরুষরাও সারাজীবনে ৭৩০ দিন পিতৃত্বকালীন সবেতন ছুটি পাবেন। আগামী ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যাপারে গাইড লাইন ফ্রেম করার নির্দেশ হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ‘সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই পুরুষদেরও ছুটির ক্ষেত্রে কোনও ভাবে বঞ্চিত করা যাবে না।’
এতদিন মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারাজীবনে ৭৩০ দিন সবেতন ছুটি পেতেন। অন্যদিকে, পুরুষরা পেতেন মাত্র ৩০ দিন।
উল্লেখ্য, পুরুষদেরও এক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু, পশ্চিমবঙ্গের পুরুষরা এক্ষেত্রে বঞ্চিত ছিলেন। এর প্রতিবাদে উত্তর ২৪ পরগনার ‘সিঙ্গেল পেরেন্ট’ আবু রাইহান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে স্ত্রী মারা যায় আবু রাইহানের। পেশায় প্রাইমারি শিক্ষক আবু রাইহান মাত্র ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। হাইকোর্টের এই রায়ে এবার পুরুষরাও মহিলাদের সমান পিতৃত্বকালীন ছুটি পাবেন।