‘কোনও চেঞ্জিং রুম ছিল না, রাতে ঘুমানোর কোনও জায়গা ছিল না, ৪ জন ছেলের সঙ্গে একজন মেয়ের নাইট ডিউটি, গোটা চেষ্ট ডিপার্টমেন্টের ওপর তদন্ত করা হোক’, দাবি মৃতার পরিবারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবার বিস্ফোরক দাবি করলেন মৃতার পরিবার।
মৃতার বাবা- মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘মেয়েকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। মেয়েকে দিয়ে নাইট ডিউটি করানো হতো। কিন্তু রাতে ঘুমানোর নির্দিষ্ট কোনও জায়গা ছিল না ওঁদের। ৪ জন ছেলের সঙ্গে একজন মেয়ে কী করে রাতে ডিউটি করবে! অসুবিধা তো হবেই। কর্তৃপক্ষকে জানানোর মতো ব্যবস্থাও ছিল না। আমরা চাইছি আরজিকরের গোটা চেষ্ট ডিপার্টমেন্টের ওপর তদন্ত করা হোক। আমার মেয়ের ওপর ওর ডিপার্টমেন্টের খুব চাপ ছিল। ৩৮ ঘণ্টা ডিউটি দেওয়া হতো। কোনও চেঞ্জিং রুম ছিল না। তাই আমাদের দাবি সঠিক ভাবে তদন্ত করা হোক।’