Wednesday, June 26, 2024
FEATUREDরাজ্য​

পুজোয় অনুদানের সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট

কলকাতা: দুর্গাপুজোয় অনুদান সংক্রান্ত মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মামলাকারীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনসভার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আদালত এই মুহূর্তে বিষয়টিতে নাক গলাবে না। হাইকোর্ট জানিয়েছে, ক্লাব এবং পুজো কমিটি গুলিকে রাজ্যের দেওয়া অনুদান যাতে কোনরকম অপব্যবহার না হয়।

এই রায়ের ফলে পূর্ব ঘোষণা মতো পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য সরকার। রাজ্যের ২৮ হাজার ক্লাবকে দুর্গাপুজোর জন্য দশ হাজার করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের বিরোধী দলগুলি এর বিরোধিতা করতে শুরু করে। প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলার আবেদনও করা হয়।

ওই জনস্বার্থ মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজোয় বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে অনুদান দিলে তা দেশের সংবিধানকে আঘাত করে। কারণ, বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়কে এমন অনুদান দিয়ে উৎসাহিত করা সংবিধান-বিরোধী। কিন্তু এ দিন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আইনসভার সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না।