Wednesday, October 9, 2024
দেশ

UPI চালু করার জন্য ভারতের সঙ্গে চুক্তি সাক্ষর করলো শ্রীলঙ্কা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ব্যবহৃত হবে। এ বিষয়ে শুক্রবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আরও বেশ কয়েকটি চুক্তি হয়েছে।

উল্লেখ্য, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) হল ভারতের মোবাইল-ভিত্তিক দ্রুত পেমেন্ট সিস্টেম, যা গ্রাহকদের দ্বারা তৈরি করা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) ব্যবহার করে অবিলম্বে রাউন্ড-দ্য-ক্লক পেমেন্ট করতে সহায়তা করে। ভারতের ইউ পি আই পেমেন্ট সিস্টেম খুচরো ডিজিটাল পেমেন্টের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

গোটা বিশ্বে ইউপিআইয়ের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর উদীয়মান ফিনটেক এবং অর্থপ্রদান সমাধানে ভারতের সাথে অংশীদারিত্ব করেছে।