Friday, January 17, 2025
খেলা

অক্সিজেন কেনার জন্যে ভারতকে ৪১ লাখ টাকা দিলেন ব্রেট লি

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স। অক্সিজেন কেনার জন্যে ৫০ হাজার ডলার (প্রায় ৩৮ লাখ টাকা) দিয়েছিলেন তিনি। এবার ভারতের পাশে দাঁড়ালেন ব্রেট লি (Brett Lee)। ১ বিটকয়েন (Bitcoin) দিলেন তিনি। ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লাখ ৯৫ হাজার ৯৯১ টাকা।

ব্রেট লি বরাবরই ভারতকে নিজের সেকেন্ড হোম হিসেবে বর্ণনা করেন। কামিন্স পিএম কেয়ার্সে সরাসরি অনুদান দেন । তার জন্য কেকেআরের অজি পেসারের ভূয়সী প্রশংসা করেন তিনি। কামিন্সকে ধন্যবাদ জানিয়ে টুইটে তিনি লিখেছেন, তুমি অসাধারণ উদ্যোগ নিয়েছো।

ব্রেট লি টুইটে আরও লিখেছেন, ভারত আমার দ্বিতীয় বাড়ি। খেলার সময় এবং খেলা ছাড়ার পরেও ভারতবাসীর কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। করোনায় মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন, তাতে আমি মর্মাহত। করোনার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। যতটা সম্ভব মানুষের পাশে থাকতে হবে।

তিনি লিখেছেন, দয়া করে সবাই নিয়মিত হাত পরিষ্কার করুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব প্রয়োজন না হলে বাইরে বের হবেন না।