কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনে ১টি আসন জিতলো বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে প্রথম রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স শুক্রবার জম্মু ও কাশ্মীর থেকে ৪টি রাজ্যসভা আসনের মধ্যে ৩টি জিতেছে, যেখানে বিরোধী দল বিজেপি একটি আসন জিতেছে।
বিধানসভার সচিব এবং রিটার্নিং অফিসার এম কে পণ্ডিত জানান, ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী চৌধুরী মহম্মদ রমজান প্রথম আসনে বিজেপির আলী মহম্মদ মীরকে পরাজিত করেন, ৮৭টি ভোটের মধ্যে ৫৮টি ভোট পান, যেখানে বিজেপি ২৮টি ভোট পায়। একটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
দ্বিতীয় আসনে ন্যাশনাল কনফারেন্সের সাজাদ কিচলু বিজেপি মনোনীত প্রার্থী রাকেশ মহাজনকে পরাজিত করেন। সাজাদ কিচলু ৫৭ ভোট পান। বিজেপির মহাজন পান ২৯ ভোট, দুটি ভোট বাতিল করা হয়।
তৃতীয় আসনে বিজেপির সত শর্মা ৩২ ভোট পেয়ে একটি আসন জিতেছেন। এনসি-র ইমরান নিসারকে পরাজিত করেছেন সত শর্মা।
চতুর্থ আসনে এনসি-র শাম্মী ওবেরয় (জিএস ওবেরয়) জয়ী হয়েছেন।
তবে যে আসলে বিজেপি জিতেছে সেখানে বিজেপি ২৮ জন বিধায়ক রয়েছে। সেখানে বিজেপি ক্রস ভোটে ৪টি আসন বেশি পেয়েছে বলে খবর। এই ঘটনায় গদ্দার খুঁজছেন ওমর আবদুল্লা। ইন্ডিয়া টুডে


