নিজের কনভয় থামিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিলেন শান্তনু ঠাকুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের একবার মানবিকতার পরিচয় দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। নিজের কনভয় থামিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিলেন তিনি। নিজের গাড়িতে করে গুরুতর আহত ওই ব্যক্তিকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন শান্তনু ঠাকুর।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আকস্মিক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ওই বৃদ্ধ। রাস্তায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শান্তনু ঠাকুরের কনভয়। অসুস্থ ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন শান্তনু ঠাকুর। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় CISF এর কেন্দ্রীয় বাহিনীও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
গুরুতর জখম ওই ব্যক্তিকে নিয়ে শান্তনু ঠাকুর পৌঁছে যান হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শান্তনু ঠাকুরের এই কর্মকাণ্ড মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। তাঁরা শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।