Saturday, October 12, 2024
রাজ্য​

‘তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট’, বাবুলকে পদ থেকে হটিয়ে দেওয়া প্রসঙ্গে মন্তব্য তথাগত রায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার বাবুল সুপ্রিয়কে পর্যটন দফতর থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুলের পদ দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। বিধানসভা করিডরে ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। তারপরে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় ইঙ্গিতবাহী পোস্ট করেন। এরপরেই জোর জল্পনা ছড়ায়। এবার এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়।

এ প্রসঙ্গে তথাগত রায় এক্সে লিখেছেন, “মমতা বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন দপ্তর কেড়ে নিয়ে ইন্দ্রনীল সেনকে দিয়েছেন। দুঃখ করার কিছু নেই হে বাবুল ! ওঁর চোখে তোমরা সবাই সমান, একটা পিঁপড়ের চেয়েও তুচ্ছ !”

তথাগত রায় আরও লিখেছেন, “কুর্নিশ জানাই প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে, যিনি বলেছিলেন, ওই পার্টিতে একটি পোস্ট, আর সব ল্যাম্পপোস্ট।”

এদিকে, এই পদবদল প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বলেন, “দফতর কারও কাছেই স্থায়ীভাবে থাকে না। যাকে যখন যেখানে প্রয়োজন, তখন তাকে সেখানে মুখ্যমন্ত্রী ঠিক করেন। আমি আমার সেরাটাই দেবো।”