‘রাজভবনের’ নাম পাল্টে রাখা হলো ‘লোকভবন’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকেই শুরু হল দেশের রাজভবনগুলির নাম বদলের উদ্যোগ। শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়—এ রাজ্যে আর ‘রাজভবন’ নয়, এবার থেকে নাম ‘লোকভবন’। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী এই পরিবর্তন কার্যকর হল আজ থেকেই।
রাজভবন থেকে লোকভবন—কেন এই পরিবর্তন?
রাজভবন সূত্রে জানা গিয়েছে, ‘রাজ’ শব্দটির সঙ্গে রাজত্ব ও রাজসিকতার ধারণা জড়িয়ে রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কয়েক মাস ধরেই এই নাম পরিবর্তনের পক্ষে মত দিচ্ছিলেন। তাঁর যুক্তি, রাজভবন আসলে সাধারণ মানুষের জন্যই; তাই এর নামেও সেই ‘লোক’-এর প্রতিফলন থাকা প্রয়োজন। ‘লোকভবন’ শব্দে সেই ভাবনাই প্রতিফলিত হয়।
২৫ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সমস্ত রাজভবনের নাম বদলে ‘লোকভবন’ করা হবে। পশ্চিমবঙ্গেই প্রথমবার এই নির্দেশ বাস্তবায়িত হল। অন্যান্য রাজ্যও ধীরে ধীরে একই পথে হাঁটবে বলে কেন্দ্রীয় সূত্রের খবর।
ডকুমেন্টেশনেও শুরু পরিবর্তন
রাজভবনেই নয়, নাম পরিবর্তনের প্রভাব পড়ছে প্রশাসনিক নথিপত্রেও। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, প্রয়োজনীয় সমস্ত সরকারি ডকুমেন্টে ‘রাজভবন’ শব্দটি বাদ দিয়ে ‘লোকভবন’ বসানোর কাজ শুরু হয়েছে। নামফলকও বদলে দেওয়া হয়েছে আজ থেকেই।
সাধারণ মানুষের সঙ্গে কাটালেন রাজ্যপাল
নাম পরিবর্তনের দিনটি সাধারণ মানুষের সঙ্গে কাটালেন রাজ্যপাল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান তিনি। পথচারীদের সঙ্গে কথা বলেন, শিশুদের হাতে তুলে দেন চকোলেট, সেলফিও তোলেন। এমনকি রাস্তায় দাঁড়িয়ে এক কাপ চায়ের স্বাদও নেন রাজ্যপাল বোস। এই আচরণকে অনেকেই মানুষের কাছে রাজ্যপালের ‘জনসংযোগ বার্তা’ বলে মনে করছেন।
পরবর্তী পদক্ষেপ
বাংলায় ইতিমধ্যেই নাম পরিবর্তন কার্যকর। অন্যান্য রাজ্যেও কেন্দ্রীয় নির্দেশ মতো ক্রমে ‘রাজভবন’ হবে ‘লোকভবন’।


