Friday, March 21, 2025
রাজ্য​

‘হয় আশ্রয় দিন, না হলে গুলি করুন’, সীমান্তে বাংলাদেশি হিন্দুদের ঢল, BSF এর কাছে কাতর আর্জি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনার দেশত্যাগের পরেই অরাজকতা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সীমান্তে হিন্দুদের ঢল নেমেছে।

সীমান্ত পার করে ভারতে ঢোকার জন্যে বিএসএফয়ের কাছে আর্তি জানিয়েছেন বহু হিন্দু। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মরাগতি সীমান্তে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে বাংলাদেশি হিন্দুরা ভারতে আশ্রয়ের কাতর আর্তি জানান বিএসএফয়ের কাছে। তবে অনুমতি মেলেনি। নিরুপায় বাংলাদেশি হিন্দুরা তখন বলেন, ‘ভারতে আশ্রয় দিন, নয়তো এখানেই গুলি করে মেরে দিল আমাদের।’ তবে শেষ পর্যন্ত তাঁদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয় BSF।

জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাপরতলা সীমান্ত চৌকিতে প্রায় ২০০-২৫০ হিন্দু ভারতে আশ্রয় চেয়েছেন। পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের হিন্দুরা জানিয়েছেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় দেওয়া হোক তাঁদের।

এদিকে, জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে প্রায় ১২০০ জন বাংলাদেশি হিন্দুকে আটকে দেয় বিএসএফ। বাংলাদেশি হিন্দুরা অবস্থানে বসলে উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়। তারা এসে বুঝিয়ে বাংলাদেশে ফিরিয়ে দেন ওই সমস্ত বাংলাদেশি হিন্দুদের। 

বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাট কেটে নেওয়ার জন্য কৃষকদের কাছে আবেদন জানিয়েছে। সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছেই পাট চাষের জমি থাকায় নজরদারির BSF এর নজরদারি চালাতে অসুবিধা হচ্ছে। এই কারণে গ্রামবাসীদের পাট কেটে নেওয়ার লিখিত আবেদন জানানো হয়েছে।