Asia Power Index: জাপান ও রাশিয়াকে পেছনে ফেলে সামরিক শক্তিতে বিশ্বে তৃতীয় ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়ার সামরিক শক্তির মানচিত্রে আরও এক ধাপ উপরে উঠল ভারত। অস্ট্রেলিয়ার লোই ইন্সটিটিউট প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫’–এর সর্বশেষ তালিকায় তৃতীয় স্থানে ভারত। একই সঙ্গে ভারতকে ‘মেজর পাওয়ার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেশী পাকিস্তান রয়েছে অনেকটাই নিচে, ১৬ নম্বর স্থানে।
ভারতের প্রভাব বেড়েছে সব সূচকেই
ইনডেক্সে কোনও দেশের সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সাংস্কৃতিক উপস্থিতি ও ভবিষ্যৎ সম্পদের ভিত্তিতে স্কোর নির্ধারণ করা হয়। এই সূচকে ২০২৫ সালে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৪০.০, যা দেশটির দীর্ঘদিনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকেই প্রতিফলিত করে। বিশ্লেষকদের মতে, ভারতের শক্তির এই ধারা আগামী বছরগুলিতে আরও উর্ধ্বমুখী হবে।
এশিয়ায় শীর্ষে চিন, দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র
তালিকার শীর্ষে রয়েছে চিন, যার স্কোর ৭৩.৭। যুক্তরাষ্ট্র পেয়েছে ৮০.৫, তবে এশিয়ায় তাদের সামগ্রিক ক্ষমতা মূল্যায়ন ২০১৮ সালে ইনডেক্স চালুর পর এবারই সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরত আসার পর মার্কিন নীতির পরিবর্তনের জেরেই এই পতন।
শীর্ষ দশে শক্তির অবস্থান
যুক্তরাষ্ট্র — ৮০.৫ (সুপার পাওয়ার)
চিন — ৭৩.৭ (সুপার পাওয়ার)
ভারত — ৪০.০ (মেজর পাওয়ার)
জাপান — ৩৮.৮ (মিডিল পাওয়ার)
রাশিয়া — ৩২.১ (মিডিল পাওয়ার)
অস্ট্রেলিয়া — ৩১.৮ (মিডিল পাওয়ার)
দক্ষিণ কোরিয়া — ৩১.৫ (মিডিল পাওয়ার)
সিঙ্গাপুর — ২৬.৫ (মিডিল পাওয়ার)
ইন্দোনেশিয়া — ২২.৫ (মিডিল পাওয়ার)
মালয়েশিয়া — ২০.৬ (মিডিল পাওয়ার)
রাশিয়ার পুনরুত্থান, জাপানের শক্তিবৃদ্ধি
২০১৯ সালের পর রাশিয়া আবারও নিজের অবস্থান শক্ত করেছে। মস্কোর ক্রমবর্ধমান আঞ্চলিক ভূমিকা মূলত চিন ও উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ফল বলে মনে করা হচ্ছে। যদিও ২০২৪ সালে অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে পড়েছিল রাশিয়া, এ বছর ফের পঞ্চম স্থানে ফিরে এসেছে দেশটি।
জাপানও এবারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। সামরিক আধুনিকীকরণ এবং আঞ্চলিক কূটনীতিতে বেশি সক্রিয় হওয়ায় তাদের স্কোরও বেড়েছে।


