Wednesday, April 24, 2024
কলকাতা

ঐতিহাসিক, গঙ্গার নিচ দিয়ে ছুটলো মেট্রো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৯৮৪ সালের ২৪ ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর ২০২৩ সালের ১২ এপ্রিল গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেল হাওড়াতে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

মেট্রো রেল সূত্রে খবর, দিনকয়েকের জুড়তে চলেছে হাওড়া এবং কলকাতা মেট্রো। তারই প্রস্তুতি হিসাবে বুধবার মেট্রোর দু’টি রেক গঙ্গার নীচে দিয়ে পৌঁছল হাওড়ায়।

মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়শঙ্কর নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে পৌঁছন।


কলকাতা মেট্রোর জিএম এই প্রসঙ্গে বলেছেন, “এটা কলকাতার জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী ৭ মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।”

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “কলকাতা মেট্রোর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে আমরা মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল।”